শিমুল গাছের মূল যেসব রোগের কাজ করেঃ
১। কাশি- শিমুলের মূল বেঁটে গোঁড়া লেবুর রস মিশিয়ে খেলে কাশি ভালো হয়।
২। শুক্র ক্ষয় - শিমুল চারার আধ তোলা পরিমাণ মূল মধু সহ সেবনে শুক্রবৃদ্ধি ঘটে।
৩। বাত রোগে - শিমুলের ফুল চূর্ণ ও শিমুলের কিছু আঠা মধুসহ সেবনে উপকার পাওয়া যায়।
Read Also:
গবাক্ষি বা শেওড়া গাছের উপকারিতা
গবাক্ষি বা শেওড়া গাছের উপকারিতা
বিভিন্ন রোগের চিকিৎসায় শিমুল গাছের ব্যবহার সম্পর্কে নিচে আলোচনা করা হলঃ
★ফোড়া : ফোড়া হলে শিমুল গাছের ছাল ধুয়ে বেটে ফোড়ার উপর প্রলেপ দিলে উপকার হয়।
★য়ৌবনকালে শুক্রাল্পতায় : চারা শিমুলগাছের মূল বেটে ৭ থেকে ১০ গ্রাম নিয়ে তার সাথে একটু চিনি মিশিয়ে দু’বেলা খেলে শুক্রাল্পতা দুর হবে। প্রৌঢ় অবস্থায় শুক্রাল্পতায় : চারা শিমুল গাছের নরম মূল চাকা-চাকা করে কেটে শুকিয়ে নিন। এবার ভালোভাবে চুর্ণ করে ছেকে একটা শিশিতে ভরে রাখুন। সে চুর্ণ দেড় থেকে দুগ্রাম মাত্রায় নিয়ে এককাপ দুধের সাথে খাবেন। এতে প্রচুর উপকার হবে।
![]() |
শিমুলের মূল |
★প্রদরে : শিমুলের কচি মূল গাওয়া ঘিয়ে ভেজে নিন। নামাবার সময় তাতে সামান্য সৈন্ধব লবণ মিশিয়ে দিন। এবার দেড় গ্রাম মাত্রায় নিয়ে এটা দু’বেলা খাবেন। প্রদরে খুব উপকার হয়।
Read Also:
নবজাতকের বিপদ চিহ্ন সমূহ
Read Also:
নবজাতকের বিপদ চিহ্ন সমূহ
★পোড়া ঘায়ে : শিমুল তুলা নিয়ে তাতে শিমুল গাছের ছাল অথ্যাৎ মোচরস দিয়ে ভিজিয়ে পোড়া ঘায়ে দিন, ঘা সেরে
যাবে।
★রক্ত আমাশয়ে : শিমুলের ছাল চুর্ণ করে এক থেকে দুই গ্রাম মাত্রায় নিয়ে, ছাগল দুধের সাথে মিশিয়ে দু বেলা খাওয়ালে উপকার হবে।
0 coment rios: